Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

ভারতে টিকাদান কর্মসূচি শুরু

১৬ জানুয়ারি, ২০২১ ১:২২ অপরাহ্ণ
ভারতে টিকাদান কর্মসূচি শুরু

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু হয়েছে ভারতে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কর্মসূচি উদ্বোধন করেন বলে এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিনের’ টিকা প্রথমে দেশটির তিন কোটি স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারির কর্মীদের দেয়া হবে।

কর্মসূচির প্রথম দিন ভারতজুড়ে প্রায় তিন লাখ মানুষকে করোনা টিকার দুই ডোজের প্রথমটি দেয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ভারতের বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে মোদি বলেন, টিকা তৈরিতে কয়েক বছর লেগে যায়। সে জায়গায় স্বল্পতম সময়ে ভারত একটি নয়, করোনার দুইটি টিকা উদ্ভাবন করেছে।

তিনি বলেন, বিশ্বে তিন কোটি জনসংখ্যা নেই এমন দেশও আছে। সেখানে ভারত প্রথম ধাপেই তিন কোটি স্বাস্থ্যকর্মীকে টিকা দিচ্ছে। পরের ধাপে আমরা এ সংখ্যা ৩০ কোটিতে নিয়ে যাব। ভারত, যুক্তরাষ্ট্র ও চীন—কেবল এই তিনটি দেশেই ৩০ কোটিরও বেশি মানুষ বাস করে।

ভারতে তৈরি করোনা টিকার কার্যকারিতা নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, বিশ্বজুড়ে শিশুদের দেয়া প্রায় ৬০ শতাংশ টিকা ভারতে উৎপাদন হয়। ভারতের টিকাবিষয়ক বিজ্ঞান ও গবেষণায় বিশ্ববাসীর আস্থা রয়েছে।

এ সময় ভারতীয় করোনা টিকার সামর্থ্য ও ব্যবহারকারীবান্ধব প্রকৃতির কথাও বলেন মোদি।

তিনি বলেন, বিদেশে তৈরি করোনার কয়েকটি টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। কয়েকটি টিকার একটি ডোজের দাম পাঁচ হাজার রুপির বেশি। সে তুলনায় ভারতীয় টিকা সস্তা। এর ব্যবহারও সহজ।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ফাইজার উদ্ভাবিত করোনার টিকা দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। করোনা টিকার জরুরি ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটি ভারতে আবেদন করেছিল।

টিকার একটি ডোজ নিয়েই সুবিধাভোগীদের ক্ষান্ত না হওয়ার আহ্বান জানান মোদি। তিনি বলেন, করোনা টিকার ডোজ দুইটি। দুইটিই নিতে হবে। দ্বিতীয় ডোজ নেয়ার পর ফল পেতে কিছু সময় লাগবে। এ ক্ষেত্রে ধৈর্যচ্যুত হওয়া যাবে না।

শেয়ার