Top
সর্বশেষ

শত বছরের খেলার মাঠে প্রস্তাবিত গুচ্ছগ্রাম, প্রতিবাদে মানববন্ধন

২৮ মে, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
শত বছরের খেলার মাঠে প্রস্তাবিত গুচ্ছগ্রাম, প্রতিবাদে মানববন্ধন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের প্রাচীন খেলার মাঠে প্রস্তাবিত গুচ্ছগ্রাম তৈরির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে বলাইশিমুল মাঠে স্থানীয়দের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় তারা মাঠ বাঁচাও, মাঠ দখল করে গুচ্ছগ্রাম চাই না’সহ নানা স্লোগান দেন। মানববন্ধনকারীরা অবিলম্বে খেলার মাঠ রক্ষা করে গুচ্ছগ্রামটি অন্যত্র সরিয়ে নেয়ারও দাবি জানান।

বক্তারা আরো বলেন, মাঠটি এলাকার একাধিক স্কুল ও ইউনিয়নের টুর্নামেন্ট ও ম্যাচ আয়োজনের শেষ ভরসা।

এখানে সারা বছরই কোনো না কোনো টুর্নামেন্টসহ খেলাধুলা এবং সাংস্কৃতি চর্চা হয়ে আসছে। আমরা কোনোমতেই এই ঐতিহ্যবাহী খেলার মাঠটি হারাতে চাই না।

তারা আরো বলেন, সরকার ভুমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন প্রকল্প (গুচ্ছগ্রাম) তৈরি করে দিচ্ছে। এটি একটি সরকারের মহৎ উদ্যোগ। আমরা সরকারকে ধন্যবাদ জানাই।

পাশাপাশি খেলার মাঠে যাহাতে ভুমিহীন ও গৃহহীনদের জন্য গুচ্ছগ্রাম না করা হয় সে জন্য তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।

 

শেয়ার