Top
সর্বশেষ

মাধবপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৫ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

২৮ মে, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
মাধবপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৫ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৫ টি ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে মাধবপুর পৌর শহরে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়।

এসময় অবৈধভাবে চালানো ও লাইসেন্স নবায়ন না থাকায় সেবা ডায়াগনস্টিক, এ্যাপেলো ডায়াগনস্টিক, হক ডায়াগনস্টিক, প্রাইম ডায়াগনস্টিক ও তিতাস শিশু জেনারেল হাসপাতাল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. আলাউদ্দিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে মাধবপুর উপজেলায় এ অভিযান চালনো হয়।

প্রসঙ্গত, গত বুধবার দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর শনিবার থেকে মাধবপুরে অভিযান শুরু হয়।

 

শেয়ার