Top
সর্বশেষ

রূপালী ইনভেস্টমেন্টের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২৮ মে, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ
রূপালী ইনভেস্টমেন্টের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) মতিঝিলস্থ রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক মো. শওকত আলী খান। এছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালক এ কে এম শরীয়ত উল্ল্যাহ, পরিচালক ও রূপালী ব্যাংকের জিএম ফয়েজ আলম, পারসুমা আলম, রূপালী ব্যাংকের ডিজিএম ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম জাকির হোসেনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার