Top
সর্বশেষ

বগুড়ায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

২৮ মে, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
বগুড়ায় ক্লিনিক সিলগালা ও জরিমানা
বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১লাখ ২৫ হাজার টাকা জরিমানা এবং একটিকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকালে শহরের জলেশ্বরীতলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

এসময় নিবন্ধন, পরিবেশ ছাড়পত্রসহ না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, নিউ পল্লী ক্লিনিকের কোনো কিছুর অনুমোদন নেই। তাদের নিজস্ব কোনো চিকিৎসকও নেই। এ কারণে এক লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে ১মাসের কারাদণ্ড হবে বলেও জানান ম্যাজিস্ট্রেট।

আর এনাম ক্লিনিককে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ২৫ হাজার টাকা দণ্ড দেয়া হয়।

এসময় সিভিলে সার্জন অফিসের সমন্বয়ক ডাঃ ফারজানুল ইসলাম, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী উপস্থিত ছিলেন।

শেয়ার