Top

বারইয়ারহাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

২৮ মে, ২০২২ ৮:১৮ অপরাহ্ণ
বারইয়ারহাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা
মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই বারইয়ারহাটে র‌্যাবের ওপর হামলা ও অস্ত্র লুটে ঘটনায় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৮মে)  সকালে বারইয়ারহাট পৌরসভাধীন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের পাশে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র রেজাউল করিম খোকন।
তানভীন হোসেনের সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন, কাউন্সিলর বিঞ্চু প্রসাদ দত্ত রতন, নিজাম উদ্দিন,বারইয়ারহাট পৌর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যা, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মো সাইদুল হক শিপন, রেস্টুরেন্ট সমিতির সভাপতি নজরুল ইসলাম লিটন, বাঁশ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, দলিল লেখক সমিতির পক্ষে নাজিম উদ্দীন খোকন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য সফিউল আজম, বারইয়ারহাট পৌর বাজার ব্যবসায়ীর সদস্য জসিম উদ্দিন প্রমুখ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি অস্ত্র সরকারি সম্পদ। তাই অতি দ্রুত র‌্যাবের লুট হওয়া অস্ত্রটি আইনশৃঙ্খলা বাহিনীকে জমা দেন। যদি ভয়ে জমা দিতে না পারেন তাহলে অজ্ঞাত স্থানে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
শেয়ার