Top

ময়মনসিংহে ৫টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা

২৮ মে, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ
ময়মনসিংহে ৫টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা

ময়মনসিংহে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান শুরু হয়েছে। আজ শনিবার বিকালে নগরীর বাঘমারা ও চরপাড়া এলাকায় পাঁচটি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন নজরুল ইসলাম।

এসময় রেনেসা হাসপাতাল, সিটি হাসপাতাল, শাপলা ক্লিনিক, লাবীব হাসপাতাল ও হিকমত কার্ডিয়াকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিটি হাসপাতালকে সীলগালা ও অপর চারটি হাসপাতালের অপারেশন থিয়েটার সীলগালা করে দেওয়া হয়েছে।

এছাড়া যথাযথ কাগজপত্র এবং চিকিৎসক না থাকায় বাকি চারটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারকে আগামী তিন দিনের মধ্যে ভর্তিকৃত রোগীদের সরিয়ে নিতে বলা হয়েছে এবং অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানকালে ডেপুটি সিভিল সার্জন ডা. পরীক্ষিত কুমার পাড়সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ময়মনসিংহে অনুমোদনহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ ধরণের অভিযান আরও চালানো হবে।

 

শেয়ার