ফরিদপুরের সালথায় নিবন্ধনহীন তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (২৯মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেন স্বাস্থ্য বিভাগ। অভিযান পরিচালনা করেন ফরিদপুর সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টিম।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ বলেন- নিবন্ধন ছাড়াই সালথায় আল কেমি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, হেথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চলছিল।
তিনি বলেন- বিষয়টি নজরে আসলে গত বৃহস্পতিবার সারাদেশের সাথে সালথার এসব অবৈধ ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের বেধে দেয়া সময় পেরিয়ে গেলেও এসব অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার চালু রাখা হয়। পরে অভিযান চালিয়ে এসব অবৈধ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।