Top
সর্বশেষ

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যানের মৃত্যু

২৯ মে, ২০২২ ১:০৭ অপরাহ্ণ
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যানের মৃত্যু
 ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জের ১১ নং চরদুঃখিয় পুর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ (৭০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
 রোববার (২৯মে) সকাল সাড়ে আটটার সময় নিজ বাড়ি থেকে ফরিদগঞ্জে আসার পথে ঢালি বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে পড়ে যান।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।
সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারী চরদুঃখীয় পুর্ব ইউনিয়নের আলোনিয়া এলাকার পাটওয়ারী বাড়ির মৃত হাসমত উল্লাহ পাটোয়ারীর ছেলে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩মেয়ে, ২ স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার