Top
সর্বশেষ

ভোলায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার অভিযান

২৯ মে, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ
ভোলায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার অভিযান
ভোলা প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দিনে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

এ সময় আদালত ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন হাসপাতাল রোড, উপশহর কুঞ্জেরহাট বাজার এবং বোরহানউদ্দিন পৌরসভা বাজারের ১টি বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মাসীতে অভিযান চালানো হয়।

এ সময় ২টি ডায়াগনস্টিক সেন্টারকে ৭ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স ছাড়া ভেটেরিনারি পণ্য বিক্রির দায়ে ২টি ফার্মেসিকে ৫০ হাজার টাকা এবং সনদহীন এক ভূয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া যে সকল প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের আবেদন করেছে তাদের ৩ দিনের মধ্যে সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার