Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

টিকা গ্রহণ করে ২৩ জনের মৃত্যু: যা জানাচ্ছে কর্তৃপক্ষ

১৬ জানুয়ারি, ২০২১ ২:৫২ অপরাহ্ণ
টিকা গ্রহণ করে ২৩ জনের মৃত্যু: যা জানাচ্ছে কর্তৃপক্ষ

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেয়ার কয়েক দিনের মধ্যেই নরওয়েতে ২৩ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে।

তাদের সবাইকে দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়ো-এনটেক উদ্ভাবিত টিকা।

নরেজিয়ান মেডিসিন এজেন্সি বলছে, গুরুতর অসুস্থদের ক্ষেত্রে এই টিকা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে।

দেশটির ইনস্টিটিউট অব পাবলিক হেলথ বলেছে, যারা গুরুতর অসুস্থ তাদের ক্ষেত্রে টিকার খুব সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াও মারাত্মক রূপ ধারণ করতে পারে। যাদের জীবনকাল শেষ প্রান্তে তাদের ক্ষেত্রে টিকা নেয়ার উপকারিতা খুবই সীমিত বা অপ্রাসঙ্গিক হতে পারে।

এই নির্দেশনা যেসব তরুণ সুস্থ মানুষ টিকা পরিহার করে চলছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছে নরওয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

তবে টিকার এমন পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবে কোভিড টিকার নিরাপত্তা বিষয়টিতে নজর রাখা হচ্ছে বলে জানালেন ইইউর মেডিসিন অ্যাজেন্সির প্রধান এমার কুক।

নরওয়ের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে মিলিতভাবে কাজ করছে ফাইজার ও বায়ো-এনটেক। ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে ফাইজার জানিয়েছে, বিষয়টা উদ্বেগের কিছু নয়। এমনটা প্রত্যাশিতই।

ফাইজারের টিকা নিয়ে এখন পর্যন্ত যে অস্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে তা হলো অ্যালার্জিগত সমস্যা। যুক্তরাষ্ট্রে ১৪ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে প্রায় ১৯ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়ার ক্ষেত্রে দেখা যায়, ২১ জন তীব্র অ্যালার্জির সমস্যায় ভুগেছেন।

বিষয়টি নিয়ে নির্দেশনাও দিয়েছে ফাইজার। যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদেরকে এই টিকা নেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ফাইজারের পাশাপাশি মডার্নার টিকাও গ্রহণ করেছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো। পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পরই টিকাগুলোর অনুমোদন দেয়া হয়।

নরওয়েতে এরই মধ্যে টিকা দেয়া হয়েছে প্রায় ৩৩ হাজার মানুষকে। যারা করোনায় সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে অগ্রাধিকারভিত্তিতে তাদেরকেই প্রথমে এই টিকা দেয়া হয়েছে। চলতি মাসের শুরুতে মডার্নার টিকাও ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটি।

নরওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ জানুয়ারি পর্যন্ত ২৯ জনের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এদের মধ্যে প্রায় তিন চতুর্থাংশের বয়স ৮০ বা এর ওপরে।

এ ছাড়া, ফ্রান্সে এক কেয়ারহোমে টিকা নেয়ার দুই ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, টিকা নেয়ার পর তীব্র অ্যালার্জির সমস্যা দেখা গেছে চার জনের ক্ষেত্রে। দুই জনের হৃদকম্পন বেড়েছে অস্বাভাবিক।

পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা ঘটেছে ইসরায়েলেও। টিকার প্রথম ডোজ নেয়ার পর দেশটি ১৩ নাগরিকের মুখ অবশ হয়ে পড়েছে। এরপরও তাদেরকে দ্বিতীয় ডোজ নিতে পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

শেয়ার