Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

রুটের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি, রানপাহাড়ে চাপা শ্রীলঙ্কা

১৬ জানুয়ারি, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
রুটের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি, রানপাহাড়ে চাপা শ্রীলঙ্কা

চলতি গল টেস্টের আগে অন্তত একটি করে ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের ৮ জন অধিনায়কের। এ তালিকাকে ৭-এ পরিণত করলেন জো রুট। কেননা ইংলিশদের প্রথম অধিনায়ক হিসেবে তিনি করে ফেলেছেন দুইটি ডাবল সেঞ্চুরি। তার বিশাল সেঞ্চুরিতে ম্যাচের ফল প্রায় ঠিক করে ফেলেছে ইংল্যান্ড।

ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে ইংলিশ অধিনায়ক জো রুট একাই করলেন ২২৮ রান। সবমিলিয়ে তার দল অলআউট হয়েছে ৪২১ রানে, পেয়েছে ২৮৬ রানের বিশাল লিড। এ রান টপকে ইংল্যান্ডকে টার্গেট দিতে হবে শ্রীলঙ্কার।

শনিবার ৪ উইকেটে ৩২০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। তারা খেলতে পেরেছে ২৩.১ ওভার। যেখানে বাকি ৬ উইকেট হারিয়ে যোগ হয়েছে ১০১ রান। এর বড় কৃতিত্ব অধিনায়ক রুটেরই বলা চলে। খানিক সময় তাকে সঙ্গ দিয়েছেন জস বাটলার।

দিনের ১১তম ওভারে সাজঘরে ফিরে যান বাটলার। এর আগে অধিনায়ককে নিয়ে ৬৮ রানের জুটি গড়ার পথে বাটলার খেলেন ৬৮ রানের ইনিংস। বাটলারের বিদায়ের আগেই ইংল্যান্ডের সপ্তম ও সবমিলিয়ে ৩১তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান রুট।

এরপর নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে তিনি তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। যা অধিনায়ক হিসেবে তার দ্বিতীয় এবং শ্রীলঙ্কার মাটিতে ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে প্রথম। সবমিলিয়ে শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানের সংখ্যা ৮ জন। যেখানে আছেন বাংলাদেশের মুশফিকুর রহীমও।

ব্যক্তিগত ডাবল সেঞ্চুরির পর দলীয় সংগ্রহটা ৪০০ রানে নিয়ে যান রুট। কিন্তু অপরপ্রান্ত থেকে আসছিল না যথাযথ সঙ্গ। শেষ ব্যাটসম্যান তিনি আউট হন দলীয় ৪২১ রানে। ততক্ষণে লিড দাঁড়িয়ে যায় ২৮৬ রানের। রুট খেলেছেন ৩২১ বলে ২২৮ রানের ইনিংস। যা সাজানো ছিল ১৮ চার ও ১ ছয়ের মারে।

শ্রীলঙ্কার পক্ষে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা। এছাড়া লাসিথ এম্বুলদেনিয়া ৩ ও আসিথা ফার্নান্দোর শিকার ২ উইকেট।

শেয়ার