Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

দ্রুত ছড়াবে করোনার নতুন ধরন, সতর্ক যুক্তরাষ্ট্র

১৬ জানুয়ারি, ২০২১ ৩:০২ অপরাহ্ণ
দ্রুত ছড়াবে করোনার নতুন ধরন, সতর্ক যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনাভাইরাস আগামী মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সামনের কয়েক সপ্তাহে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)।

সংস্থাটি আরও জানিয়েছে, এতে করে এই শীতে স্বাস্থ্য ব্যবস্থা আরো হুমকির সম্মুখীন হতে পারে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনার টিকা নিয়ে তার পরিকল্পনার কথা জানানোর পরই এই শঙ্কার ঘোষণা দিলেন বিশেষজ্ঞরা।

বাইডেন জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে তার প্রশাসনের দেশটির ১০ কোটি নাগরিককে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে। তিনি আরো জানিয়েছেন, তার প্রশাসন টিকা বিতরণ কাজ ত্বরান্বিত করতে আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করবে।

বাইডেন এরই মধ্যে নতুন গণটিকা কেন্দ্র স্থাপন, অতিরিক্ত স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং মহামারির কারণে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়সহ সব নাগরিকের টিকা পাওয়া নিশ্চিতকরণের পরিকল্পনা নিচ্ছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত, যুক্তরাষ্ট্রে ১ কোটি ২২ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যে ৩ কোটিরও বেশি করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাইডেন এই সংখ্যাকে অপর্যাপ্ত বলে কঠোর সমালোচনা করেছেন।

শুক্রবার ওই বক্তৃতায় বাইডেন বলেছেন, এবারের শীতকাল যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য খুবই ভয়ঙ্কর ও চ্যালেঞ্জিং হবে। তার ভাষায়, পরিস্থিতি ভালো হওয়ার আগেই আরো খারাপ হতে পারে।

বিশ্বের যে কোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৫ লাখ মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ লাখেরও বেশি মানুষের।

শেয়ার