Top

নরসিংদীতে ৮মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

২৯ মে, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ
নরসিংদীতে ৮মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় শ্বশুর বাড়ির লোকদের পাশবিক নির্যাতনে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধু নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে।

শনিবার দিবাগত রাতে রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের বেগমাবাদ থানা কান্দি গ্রামের মোল্লা বাড়ীতে এ ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর নাম লুৎফা বেগম (২৫)। তিনি রায়পুরা উপজেলার মতিউর নগর এলাকার একরাম হোসেনের মেয়ে।

অভিযুক্তরা হলো নিহতের স্বামী নুরুজ্জামান মিয়া (৩৩) এবং শাশুড়ি কালা বেগমের (৫০)। নুরুজ্জামান একই উপজেলার বেগমাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, পারিবারিক সম্মতিতে ৫ বছর পূর্বে নুরুজ্জামানের সাথে বিয়ে হয় নিহত লুৎফা বেগমের। স্বামী ভাড়ায় ব্যাটারি চালিত রিকশা চালায় বলে জানা যায়। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর বিভিন্ন সময় তার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য পাশবিক নির্যাতন চালানো হতো বলে জানায় নিহতের স্বজনরা।

জানাযায়, ঘটনার আগে শনিবার দিবাগত রাতে মুঠোফোনে লুৎফা বেগম তার বাবার বাড়িতে নির্যাতনের কথা জানায় পরে তার স্বামী মুঠোফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। এর কিছুক্ষন পর স্বামী নিজেই লুৎফা বেগমের বাড়িতে ফোন করে তার মৃত্যুও খবর দেয়। আশপাশের লোকজন এঘটনা জানার আগেই পালিয়ে যায় স্বামী
নুরুজ্জামান। পরে তাকে পাশের এলাকা মানিকনগর থেকে স্থানীয়রা নুরুজ্জামান কে আটক করে।

নিহতের মা জাহেদা বেগম জানান, সর্বশেষ রাতে তার মেয়ে ফোন করে স্বামীর অত্যাচার আর নির্যাতনের কথা জানায়। মেয়েকে স্বামী-শাশুড়ী পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে দাবি তার। পরে মেয়ে হত্যার ফাঁসি দাবি করেন তিনি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজিজুর রহমান জানান, খবর পেয়ে রাতেই মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুর ২টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

 

শেয়ার