Top
সর্বশেষ

সিরাজগঞ্জে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

২৯ মে, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড রোববার দুপুরের দিকে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। কুচকাওাজ, অভিবাদন গ্রহণসহ প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।

এ সময় তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তিনি পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস ও
ব্যারাক পরিদর্শন শেষে করনীয় বিষয়ে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন। প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করা হয় এবং প্যারেডের মান অধিকতর ভাল ও অফিসার ফোর্সের ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিতভাবে প্যারেড অনুশীলন করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।

এ প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ নূর আলম সিদ্দিকী। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার ওসি, আরআই, আরওআইসহ পুলিশ সদস্যরা এ মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন।

শেয়ার