Top
সর্বশেষ

মানিকগঞ্জে দুটি ক্লিনিক ও প্যাথলজি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা

৩০ মে, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ
মানিকগঞ্জে দুটি ক্লিনিক ও প্যাথলজি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি :

মেয়াদউর্ত্তীণ রি-এজেন্ট ব্যবহার ও সার্বক্ষনিক ডিউটি ডাক্তার না থাকার দায়ে মানিকগঞ্জে দুটি ক্লিনিক ও একটি প্যাথলজি সেন্টারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরকক্ষণ অধিদপ্তর। এছাড়াও এদের মধ্যে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবরেটরী সাময়িক সিলগালা করা হয়েছে।

রবিবার ২৯ মে বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত আল মদীনা জেনারেল হাসপাতাল, ল্যাব ২৪ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং পালস্ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে এই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদ্জ্জুামান রুমেল জানান, নিয়মানুযায়ি সার্বক্ষণিক ডিউটি ডাক্তার না থাকার দায়ে আল মদীনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম আরা নিপা। একই সাথে মেয়াদউর্ত্তীণ রি-এজেন্ট ব্যবহার করায় ল্যাব ২৪ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার জরিমানা করেন তিনি।

অপরদিকে পালস্ ক্লিনিক্যাল ল্যাবরেটরীতে মেয়াদউর্ত্তীণ রি-এজেন্ট ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতিষ্ঠানটিকে সাময়িক সীলগালা করে। সেই সাথে ওই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার