Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

৩০ মে, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ১৩নং ওর্য়াডের টিকরামপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা শিশুরা হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়ার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. দিদার (০৫) ও মো. হোসেনের ছেলে তিসা খাতুন (০৪)।

নিহত দুই শিশু দিদার ও তিসা সম্পর্কে চাচাতো ভাই-বোন হয়। দিদারের বাবা দেলোয়ার ও তিসার বাবা হোসেন সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় বাসিন্দা, হাসপাতাল, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়। গোসল করতে গিয়ে পানিতে ডুবে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা দুটিকে মৃত ঘোষণা করে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা মাহফুজা বলেন, পানিতে ডুবে যাওয়া বাচ্চা দুটিকে দুপুর ১২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতাল নিয়ে আসার পথে রাস্তায় তাদের মৃত্যু হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন মুঠোফোনে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে৷ আইনগত প্রক্রিয়া শেষে দুই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার