Top
সর্বশেষ

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনের মৃত্যু

৩০ মে, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনের মৃত্যু
বরিশাল প্রতিনিধি :

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত লাবনী আক্তার (১৪) ও নাবিলা আক্তার (৪) উপজেলার চাঁদপুর ইউনিয়নের চরশ্যামরা গ্রামের মোঃ আলী হোসেন মোল্লার মেয়ে।

সোমবার (৩০ মে) সকালে উপজেলার ইউনিয়নের চরশ্যামরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, সকালে লাবনী ও নাবিলা নিজেদের ঘরের টিনের বেড়ার সাথে পিঠ লাগিয়ে বসে। এতে হঠাৎ করেই তারা দুই বোন বিদুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক দুইবোনকে মৃত বলে ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত তৌহিদ জামান বলেন, ঘরের বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকেই এ দূর্ঘটনা ঘটত পারে বলে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার