Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

ভোটার টানতে বিরিয়ানির আয়োজন, প্রশাসনের বাধায় পণ্ড

১৬ জানুয়ারি, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
ভোটার টানতে বিরিয়ানির আয়োজন, প্রশাসনের বাধায় পণ্ড

ভোটারদের নিজের দিকে টানতে কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থী বিরিয়ানির রান্না করে ভোটারদের বাড়ি বাড়ি পাঠাচ্ছিলেন। তবে প্রশাসনের বাধায় সম্পন্ন করতে পারলেন না তার এই অভিনব আয়োজন।

কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে সকাল থেকে বিরিয়ানি রান্নার আয়োজন করেন। বড় বড় ডেকচিতে চলছিল রান্না। সেখান থেকে প্যাকেটজাত করে ভ্যানে ভরে বিরিয়ানি পাঠানো হচ্ছিল ভোটারদের বাড়ি বাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সেখানে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ১০টি ডেচকি ও ১০০ প্যাকেট বিরিয়ানি। পরে জব্দ করা খাবার এতিমখানার বাচ্চাদের মাঝে বিতরণ করা হয়।

রান্নার কাজে নিয়োজিতরা জানান, প্রায় ৯ মণ চালের বিরিয়ানি রান্না করা হচ্ছিল। আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ খাবার জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

এর আগে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি ভোটারদের মাঝে নারিকেল তেল বিতরণ করতে গিয়ে ১০ হাজার টাকার জরিমানা গোনেন। এছাড়া রবির লোকজন প্রতিপক্ষের প্রার্থীর ওপর হামলা চালিয়ে তিন জনকে আহত করে। এ ঘটনায় তার নামে মামলাও হয় থানায়।

শেয়ার