Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

ভোটার টানতে বিরিয়ানির আয়োজন, প্রশাসনের বাধায় পণ্ড

১৬ জানুয়ারি, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
ভোটার টানতে বিরিয়ানির আয়োজন, প্রশাসনের বাধায় পণ্ড

ভোটারদের নিজের দিকে টানতে কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থী বিরিয়ানির রান্না করে ভোটারদের বাড়ি বাড়ি পাঠাচ্ছিলেন। তবে প্রশাসনের বাধায় সম্পন্ন করতে পারলেন না তার এই অভিনব আয়োজন।

কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে সকাল থেকে বিরিয়ানি রান্নার আয়োজন করেন। বড় বড় ডেকচিতে চলছিল রান্না। সেখান থেকে প্যাকেটজাত করে ভ্যানে ভরে বিরিয়ানি পাঠানো হচ্ছিল ভোটারদের বাড়ি বাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সেখানে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ১০টি ডেচকি ও ১০০ প্যাকেট বিরিয়ানি। পরে জব্দ করা খাবার এতিমখানার বাচ্চাদের মাঝে বিতরণ করা হয়।

রান্নার কাজে নিয়োজিতরা জানান, প্রায় ৯ মণ চালের বিরিয়ানি রান্না করা হচ্ছিল। আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ খাবার জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

এর আগে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি ভোটারদের মাঝে নারিকেল তেল বিতরণ করতে গিয়ে ১০ হাজার টাকার জরিমানা গোনেন। এছাড়া রবির লোকজন প্রতিপক্ষের প্রার্থীর ওপর হামলা চালিয়ে তিন জনকে আহত করে। এ ঘটনায় তার নামে মামলাও হয় থানায়।

শেয়ার