সাতক্ষীরার আম বাগান পরিদর্শন করলেন নেদারল্যান্ডস এর বাংলাদেশে নিযুক্ত ডেপুটি অ্যাম্বাসেডর পোউলা শিনডেলার। রোববার দুপুরে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়েকটি আম বাগান পরিদর্শন করেন।
এসময় তিনি কলারোয়ার আম চাষিদের বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে আমের উৎপাদন ও প্রক্রিয়াজাত কর্মপন্থা স্বচক্ষে দেখে খুশি হন এবং রপ্তানিযোগ্য আমের বাগান সরেজমিনে দেখে, কৃষকদের সাথে কথা বলে সন্তুষ্টি প্রকাশ করেন।
বেসরকারি সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও সহযোগী সংস্থা উত্তরণের উদ্যোগে নেদারল্যান্ডস’র ডেপুটি অ্যাম্বাসেডর পোউলা শিনডেলার দুপুরে কলারোয়া পৌরসভা হলরুমে মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সাথে সৌজন্য সাক্ষাত শেষে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
পৌর মেয়রের সাথে সাক্ষাতের পূর্বে নেদারল্যান্ড অ্যামবেসি’র ডেপুটি আ্যাম্বাসেডর পোউলা শিনডেলারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় অতিথি ছিলেন নেদারল্যান্ড এ্যামবেসির ফার্স্ট সেক্রেটারি ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড ফুড সিকিউরিটি অফিসার ফলকার্ট ডি জেগার, ফিন্যান্স কন্ট্রোলার হ্যান্স এনজেনেন্ট, সিনিয়র পলিসি অ্যাডভাইজার ওয়াটার ম্যানেজমেন্ট কর্মকর্তা রিয়াজ উদ্দীন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা উপ পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম, কলারোয়া
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ঢাকার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মুজিবুল হক, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভূষন রায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া যশোরের কমোডিটি ম্যানেজার ফ্রুটস এন্ড ভেজিটেবলস ডঃ নাজমুন নাহার, রপ্তানিকারক এনএইচবি করপোরেশন’র কর্মকর্তা নাজমুল হায়দার ভূইয়া, রপ্তানিকারক জিয়েল ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্মকর্তা আরিফ হায়দার, উত্তরনের প্রোগ্রাম ম্যানেজার ইকবাল হোসেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া (প্রোগ্রাম অফিসার-সাপ্লাই চেইন) মোস্তাফিজুর রহমানসহ বেসরকারী সংস্থা উত্তরনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
বিকালে উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামের আনারুলের আম বাগান পরিদর্শন করেন অতিথিরা। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া যশোরের কমোডিটি ম্যানেজার ফ্রুটস এন্ড ভেজিটেবলস ডঃ নাজমুন নাহারের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের লিড ফার্মার শিখা রানী চক্রবর্তী অতিথিদের সুস্বাদু হিমসাগর আম খাওয়ান।
এসময় ডেপুটি অ্যাম্বাসেডর পোউলা শিনডেলার বলেন, এ অঞ্চলের কৃষকেরা মাটিতে বিষাক্ত কীটনাশক না ছিটিয়ে জৈব সার ব্যবহার করে বালাইনাশক ফেরোমন ট্র্যাপ হলুদ ফাঁদ জৈব সার ব্যবহার করে যেভাবে নিরাপদ বিষ মুক্ত আম চাষ করে তা দেখে আমি মুগ্ধ।
এছাড়া পোউলা শিনডেলার উপজেলার আরো কয়েকটি হিমসাগর আমের বাগান পরিদর্শন করেন। কলারোয়ায় আম উৎপাদনের সকল প্রক্রিয়া স্বাস্থসম্মত ও পরিচ্ছন্ন এবং বিদেশে রপ্তান্তানিযোগ্য বলে প্রকল্পের কৃষক ও দায়িত্বশীলদের ভূয়সী প্রশংসা করে নিজ দেশ সহ বিভিন্ন দেশে মানসম্মত আম রপ্তানির উপর গুরুত্ব আরোপ করবেন বলে তিনি জানিয়েছেন।
প্রকল্প সূত্র জানায়, কলারোয়া উপজেলা থেকে আবারও ২৫ মন হিমসাগর আম সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণের মাধ্যমে রপ্তানিকারক প্রতিষ্ঠান জিয়েল জিয়েল ইন্টারন্যাশনাল লিমিটেড ও এনএইচবি করপোরেশনের মাধ্যমে ৩৫০০ টাকা প্রতি মন দরে যুক্তরাজ্যে রপ্তানি করা হবে।