Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ১৪টি অবৈধ ক্লিনিক সিলগালা

৩১ মে, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ১৪টি অবৈধ ক্লিনিক সিলগালা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সিভিল সার্জন রামপদ রায়ের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৪ টি অনুমোদনহীন ক্লিনিক সিলগালা করা হয়েছে।

এ অভিযান চলাকালে তদন্ত টিমকে বৈধ কাগজ দেখাতে না পারায় প্রতিষ্ঠানগুলোকে সীলগালা করা হয়েছে।

এ সময় অবৈধ ওইসব প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা পালিয়ে যায়। মঙ্গলবার প্রায় দিনভর এ অভিযান কালে সিরাজগঞ্জ জেলা সদর ৩টি, রায়গঞ্জ উপজেলায় ৫টি, তাড়াশ উপজেলায় ৪টি এবং কাজিপুর উপজেলায় ২টি অনুমোদনহীন অর্বৈধ ক্লিনিক বন্ধ করা হয়েছে। এ বিষয়ে সিভিল সার্জন সাংবাদিকদের বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার