নারায়ণগঞ্জের রূপগঞ্জের আশরাফ স্টান্ডার্ট নামের মশারি ও বকরম তৈরি কারখানায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তিন ইউনিটের দেড় ঘন্টার চেষ্টা আগুন নেভানো হয়। উপজেলার সাওঘাট এলাকায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষর্দশী ও কারখানার শ্রমিকদের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে কারখানার ভেতরে হঠাৎ আগুন দেখে শ্রমিকরা চিৎকার করতে থাকে। তখন আশাপাশে লোকজন ছুটে গিয়ে ভেতরে থাকা শ্রমিকদের বাইরে বের করে নিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেন তারা।
ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক তানহারুল ইসলাম জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাঞ্চন, সোনারগাঁ ও আড়াইহাজারের তিনটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের কারখানার ভেতরে থাকা সূতা, কাপড় ও মেশিনারাজী সহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর জানানো হবে।
এদিকে কারখানার মালিক রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিনের আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।