Top
সর্বশেষ

সুনামগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

৩১ মে, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
সুনামগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর ব্রাহ্মনগাঁও বাঁকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী তীরবর্তী দুটি ইটভাটা, কয়েকটি মৎস্য খামার ও আশপাশের কয়েকটি গ্রামের ঘরবাড়ি ভাঙ্গনের ঝুঁকিতে থাকার অভিযোগ উঠেছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সাম্প্রতিককালের বন্যার আগ থেকে সুরমা নদীর ব্রাহ্মনগাঁও বাঁক থেকে সংঘবদ্ধ একটি চক্র দিবারাত অবৈধভাবে বালু উত্তোলন করে দাপটের সাথে চলছে।

এলাকাবাসীর নিষেধবাঁধা উপেক্ষা করে বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রায় দুইমাস যাবত বালু উত্তোলনের খবরটি বিশ্বস্থ সুত্রে পেয়ে গত (৩০ মে) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার-এ নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে ড্রেজার মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরদিন অর্থাৎ গতকাল ‘যেই লাউ সেই কদু’ আবারও সংবদ্ধ চক্রের লোকেরা বালু উত্তোলন কার্যক্রম শুরু করেছে। এ খবরে এলাকাবাসী হতবাক হয়েছেন।

এলাকার লোকজন আবারো সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযানের পর আবারো অবৈধভাবে বালু উত্তোলনের খবরটি পেয়ে সদর থানা পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

শেয়ার