Top
সর্বশেষ

মাগুরায় ২৭ টি বেসরকারি অবৈধ ক্লিনিক সিলগালা

৩১ মে, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ
আরজু সিদ্দিকী,মাগুরা :

দেশের অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর। সেতুর নির্দেশনায় মাগুরা জেলা শহরে যথাক্রমে কাজ করছেন মাগুরা সিভিল সার্জন, তবে পুরাপুরি অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ করতে পারেননি তিনি বন্ধ করেছেন অনিবন্ধিত ১৭ ডায়াগনস্টিক সেন্টার এবং ১০ ক্লিনিক। আজ মঙ্গলবার (৩১ মে)  সিভিল সার্জন ডাঃ শহীদুল দেওয়ান  মাগুরা তিনি জানান,অনিবন্ধিত বেসরকারি /ডায়াগনস্টিক সেন্টার বন্ধকরন প্রসঙ্গে সিএস/মাগুরা শ-পরি ২০২২ স্মারক মোতাবেক নোটিশ দেয়া হয়েছে ইতিমধ্যে একাধিক  ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকে।

ডাঃ শহীদুল দেওয়ান সিভিল সার্জন মাগুরা এ সময় আরো বলেন,  the medical parctce and private clinic Laboratory Regulations ordinance 1982   অনুযায়ী লাইসেন্স প্রাপ্তির পর ক্লিনিক ও ডায়াগনস্টিক পরিচালনার বিধান রহিয়াছে। কিন্তু কিছু প্রতিষ্ঠান লাইসেন্স হালনাগাদ না করে বেআইনি ভাবে কার্যক্রম পরিচালনা করছেন। এ ছাড়াও ক্লিনিকে এ্যানেসথেসিয়া ডাঃ বিহীন বিভিন্ন প্রকার অপারেশন পরিচালনা করছেন, সে সকল প্রতিষ্ঠানে বিধিমোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা ইতোমধ্যে ২৭ ডায়াগনস্টিক ও ক্লিনিক বন্ধ করতে সক্ষম হয়েছে বাকি গুলো বন্ধের জন্য কার্যক্রম চলমান রয়েছে।

মাগুরা জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, মাগুরা জেলা তে মোট ক্লিনিক রয়েছে ৪৮ টি তার মধ্যে সদরে ৩৬ টি, মহাম্মদপুর উপজেলায় ৪টি, শ্রীপুর উপজেলায় ৩টি শালিখায় ৪টি। শুধু মাএ শালিখা উপজেলায় আল-হেরা ক্লিনিক মালিক পক্ষ তার ক্লিনিক বন্ধ করে দিয়েছেন।মাগুরা জেলাতে মোট ডায়াগনস্টিক ও ক্লিনিক রয়েছে সর্ব মোট ৭৮টি তার মধ্যে অনুমোদিত ডায়াগনস্টিক ও ক্লিনিক সংখ্যা ১৩টি। সরকারি অনুমোদন পএ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন, পিয়ার লেস ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, আল-মদিনা, সানমুন, নিউ আরাফাত, মর্ডান, নিউ প্যারাডাইস, সান ওয়ে, ল্যাব এইড, আলিফ এবং মাগুরা সেন্টাল হাসপাতাল। বাকি বড় অংশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এখনো অনিবন্ধিত।

নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, সনোপ্লাস, পলি ক্লিনিক এর মত মালিক পক্ষ সরকারি অনুমোদন পএ না নিয়ে অবৈধ ভাবে পরিচালনা করছেন, আর আমরা সরকারি বিধি নিষেধ মেনে চলছি, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমাদের অভিযোগ মাগুরার সকল অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হোক। কেউ টাকা দিয়ে বৈধ ভাবে ব্যবসা করবে অপর জন অবৈধভাবে ব্যবসা করবে তা আমরা মেন নেব কেনো। আইন সবার জন্য সমান হতে হবে।

শেয়ার