Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে ৫ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত বিজয়ের পথে নৌকা

১৬ জানুয়ারি, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে ৫ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত বিজয়ের পথে নৌকা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের ৫টি পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে নির্বাচনে পৌরসভাগুলো হলো, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, রায়গঞ্জ, বেলকুচি ও কাজিপুর। এসব পৌরসভার কেন্দ্রসম‚হে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

অধিকাংশ কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি সংখ্যা ছিল বেশি। কেন্দ্র সমূহে ভোট গনণাও শুরু হয়েছে। কাজিপুর পৌরসভায় মেয়র প্রার্থী বাদে সবকয়টি পৌরসভার কেন্দ্র সমূহ্রে ভোট গনণায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী (নৌকা) বিজয়ের পথে। জেলা নির্বাচন অফিস সুত্র থেকে জানানো হয়েছে, সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার ৫টি পৌরসভা নির্বাচন ২/৪টি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছ্ড়াা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা ও উপজেলা প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করেছে। সেইসাথে এসব পৌরসভার ভোট কেন্দ্রসম‚হে ৪৯ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ও ভ্রাম্যমাণ টিমসহ ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ তোফাজ্জল হোসেন বলেন, সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচননে কেন্দ্র সমূহে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে সিরাজগঞ্জের ৫টি পৌরসভার মধ্যে কাজিপুর বাদে মেয়র পদে ১৪ জন প্রার্থী স্ব-স্ব পৌরসভায় নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করেন। এছাড়া ৫০টি ওয়ার্ডে ১৬টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৯ জন এবং ৪৯টি সাধারণ কাউন্সিলর পদে ২১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন। এদিকে অনেক ভোট কারচুপির অভিযোগ এনে সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) সাইদুর রহমান বাচ্চু ভোট প্রত্যাখান করেছেন।

বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ভোট প্রত্যাখানের ঘোষণা দেন। এ সময় জেলা বিএনপির নেতা নাজমুল হাসান তালুকদার রানা, শামীম খান, হারুন অর রশিদ খান হাসান, মির্জা মোস্তফা জামান, যুবদল নেতা মির্জা আব্দুল জব্বার বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী (নৌকা) সৈয়দ আব্দুর রউফ মুক্তার সমর্থকরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, কেন্দ্র সমূহে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করেছেন।

শেয়ার