চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, ডাকাতি, মাদক, বিস্ফোরক ও চুরির ১৩ মামলার আসামি জাহিরুলকে দুটি বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ১৩ মামলার আসামী গোমস্তাপুর উপজেলার চৌডালা নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম কুলুর ছেলে জাহিরুল ইসলাম (৩৮)।
র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, গ্রেফতার জাহিরুল ৫টি ডাকাতিসহ মোট ১৩টি মামলার আসামী। হাতেনাতে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন ও ০৬ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সড়গ্রাম বালিকা বিদ্যালয়ের পিছনের মিনিবাজার-বাগডাংগা বিলের রাস্তার উপর থেকে জাহিরুলকে গ্রেফতার করে। অভিযানের নেতৃত্ব দেন, কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, ১৩ মামলার আসামী জাহিরুল ইসলামের কাছ থেকে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন ছাড়াও একটি মোবাইলফোন, দুটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামী জাহিরুল ইসলামের বিরুদ্ধে দুটি অস্ত্র, একটি বিস্ফোরক, তিনটি মাদক, দুটি চুরি ও পাঁচটি ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিরুল জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। এমনকি সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে বলেও স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।