সিলেটের ‘পাথরকন্যা’ জাফলংয়ে ঘুরতে আসেন দেশের নানা প্রান্তের মানুষ। আসেন বিদেশী পর্যটকও। এতোদিন সেখানকার প্রকৃতির অনাবিল সৌন্দর্য বিনা মূল্যেই উপভোগ করেতেন তারা। কিন্তু গত বছর থেকে জাফলংয়ে প্রবেশে চালু করা হয়েছে ফি। এরই মধ্যে চলতি মাসের ৫ মে টিকিট কাটা নিয়ে পর্যটকদের ওপর হামলা ও মারধর করে প্রশাসনের নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। শুরু হয় আলোচনা সমালোচনা। এ অবস্থায় প্রশাসন এক সপ্তাহের জন্য প্রবেশ ফি বন্ধ করে দেয়।
এদিকে প্রশাসনের বেঁধে দেয়া সময় ফিরিয়ে গেলেও এখনো টিকিট ব্যবস্থা থাকছে কি-না এ বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জেলা প্রশাসন পুরো ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়ে বলছে, প্রবেশ ফি’র বিষয়ে জেলা পর্যটন উন্নয়ন কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে।
‘পাথরকন্যা’ জাফলং। যার অবস্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমান্তবর্তী ভারতের খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে। পাহাড়ের বুকে আছে নদী ও ঝরণা, যার পানিতেই তৈরি হয়েছে জাফলং। স্বচ্ছ পানির নিচে দেখা যায় নানা আকার ও রঙের পাথর। সীমান্তের ওপারে ডাউকি নদীর ওপর আছে ঝুলন্ত সেতু, যা দুটি পাহাড়কে যুক্ত করেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসেন। পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে সীমান্তে জিরো পয়েন্ট এলাকায় ডাউকি নদীতে। দীর্ঘদিন এই প্রকৃতির অনাবিল সৌন্দর্য বিনা মূল্যেই উপভোগ করেছেন পর্যটকরা। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন জিরো পয়েন্ট এলাকায় যাওয়ার জন্য প্রবেশ ফি চালু করে। এ জন্য বসানো হয় একাধিক টিকিট কাউন্টার। অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান কিছু স্বেচ্ছাসেবক। তারা প্রত্যেক দর্শনার্থীর কাছ থেকে ১০ টাকা করে ফি নেন।
টিকিট চালুর পর থেকে অনেকেই এর সমালোচনা করেন। উন্মুক্ত স্থান ঘুরতে টাকা কেন লাগবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। জাফলংয়ে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্যুর অপারেটর ও পর্যটন শিল্পের সাথে জড়িতরা। যদিও নিয়ম মেনেই ফি নির্ধারণ করা হয়েছে বলে দাবি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান।
এদিকে চলতি মাসের ৫ মে দুপুর ২টার দিকে টিকিট কেনা নিয়ে পর্যটকদের সঙ্গে কাউন্টারে থাকা উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই স্বেচ্ছাসেবকরা লাঠি দিয়ে পর্যটকদের মারধর করেন। ওই সময় কয়েকজন নারীকেও লাঞ্ছিত করেন তারা। সে সময়ের বেশ কিছু ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, যদি কোনো স্বেচ্ছাসেবক নিয়োগপ্রাপ্ত হন, তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে, যথাযথ বুঝিয়ে তাদের তৈরি করতে হবে। এর পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়ার আগে অবশ্যই তাদের প্রাক পরিচিতি যাচাই করা উচিৎ।
প্রতিদিন কতো টাকা আদায় : জাফলংয়ের স্থানীয় একটি রিসোর্টের মালিক জানান, প্রতিদিন কয়েকশ’ পর্যটক এখানে বেড়াতে আসে। ছুটির দিন আসে কয়েক হাজার। আর ঈদের মতো বড় ছুটিতে পর্যটক সংখ্যা লাখ ছাড়ায়। এ অবস্থায় জাফলংয়ে প্রতিদিন পর্যটক ফি বাবদ কতো টাকা ওঠে এবং এই টাকা কোন কোন খাতে ব্যয় হয় তার হিসাব দেয়ার দাবি জানিয়েছেন অনেকে।
এ ব্যাপারে গোয়াইঘাট উপজেলার ইউএনও তাহমিলুর রহমান মুঠোফোনে জানান, টিকিট ফি থেকে প্রতিদিন সমান টাকা ওঠে না। একেক দিন একেক রকম হয়। আমি দিনে সর্বোচ্চ ২ লাখ টাকা আদায় হতে দেখেছি।
তিনি বলেন, জাফলং পরিষ্কার রাখাসহ পর্যটকদের সেবা দেয়ার জন্য কিছু অস্থায়ী কর্মী রাখা হয়েছে। এই টাকায় ঘণ্টাপ্রতি ৫০ টাকা হিসাবে তাদের বেতন দেয়া হয়। কর্মীর সংখ্যা নির্দিষ্ট নয়। সর্বনিম্ন ৫-৬জন থেকে সর্বোচ্চ ৩০ জন কাজ করেন।
ইউএনও আরো বলেন, উপজেলা পর্যটন কমিটি নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টে প্রবেশ ফি জমা হয়। ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অ্যাকাউন্ট পরিচালনা করেন। এখন পর্যন্ত ৪০ লাখ টাকা জমা হয়েছে। এখানে যা করেছি তা প্রয়োজনীয় ডকুমেন্টের উপর নির্ভর করেই করেছি। ব্যাংকের হিসেব উর্ধ্বতন কর্তৃপক্ষ যখন যেভাবে যেখানে দেখতে চাইবে তারা দেখতে পারবে।