বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, আন্তজার্তিক বাজারে তেলের দাম যতক্ষ পর্যন্ত না কমবে ততক্ষন পর্যন্ত আমরা কোন সুখবর দিতে পারবো না। আমরা সুখবর দিতে চাই এক কোটি পরিবার তথা পাঁচ কোটি মানুষকে আমরা সল্পমূল্যে তেল দিবো।
ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারনে জ্বালানি তেলের দামের উপর প্রভাব পরেছে। সার্বিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আমরা এক কোটি পরিবারকে সহায়তা দিবো। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেটা জেন অব্যাহত রাখা হয়।
বাণিজ্য মন্ত্রী বলেন, এমাসের মাঝামাঝি থেকে শুরু হবে আবার এই কর্মসূচী। এবং অপেক্ষা করতে থাকবো কোন মূহুর্তে আন্তজার্তিক বাজারে আবার তেলের দাম আবার কমে।
বুধবার দুপুরে রংপুর পর্যটন মোটেলের হল রুমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে এবং রংপুর বিভাগীয় প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যেও অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ণ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বানিজ্য মন্ত্রী,ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তিমুক্ত সুস্থ্য ও সুনাগরিগ হিসেবে গড়ে তুলতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন।
রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, বর্ডার গার্ড উত্তর-পশ্চিম রিজনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম মাহমুদ প্রমুখ। রংপুর বিভাগের ৮জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এই কর্মশালায় উপস্থিত ছিলেন।