Top

ভোলায় ২ কেজি গাঁজাসহ এক যুবক আটক

০১ জুন, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
ভোলায় ২ কেজি গাঁজাসহ এক যুবক আটক
ভোলা প্রতিনিধি :

ভোলার ইলিশায় ২ কেজি গাঁজাসহ মুরাদ (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুন) বিকাল ৩ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডের চটারমাথা ২য় লঞ্চঘাট টার্মিনালের উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মুরাদ ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চিপলী এলাকার মোতাহার বেপারীর ছেলে। পুলিশ জানিয়েছেন মুরাদ একজন মাদক ব্যবসায়ী।

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বিকালের দিকে
গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডের চটারমাথা ২য় লঞ্চঘাট টার্মিনালের থেকে মুরাদ নামের এক যুবককে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

শেয়ার