Top
সর্বশেষ

অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

০২ জুন, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ
অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশাল প্রতিনিধি :

বেশি দামে চাল বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে বরিশাল নগরীর চার ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অপর এক অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১ জুন) দুপুরে নগরীর ফরিয়া পট্টির চালের আড়তসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালিয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া।

তি‌নি জানান, মূল্য তালিকা না টাঙিয়ে অতিরিক্ত দামে চাল বিক্রি করে আসছিল ফরিয়া পট্টির ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান পরিচালনা করলে অভিযোগের সত্যতা পেয়ে মহাদেব ভান্ডারকে ৩৫ হাজার টাকা, গৌর নিতাই ভান্ডারকে ২০ হাজার এবং দুই খুচরা চালের দোকানিকে ৩ হাজার ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অপর‌দিকে ব‌রিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম‌্যা‌জিস্ট্রেট সমা‌প্তি রায় ও কামরুন্নাহার তামন্নার নেতৃত্বে দুই‌টি টিম নগরীর বাজার রোড, ফরিয়া পট্টি, সাগরদী বাজার সহ নগরীর বিভিন্ন চালের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে চাল মজুদকরে বাজারে কৃত্রিম সংকট তৈরী, অধিক মুনাফায় চাল বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ না করায় নগরীর ৩ টি চালের আড়তকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার