জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাট বাজারে তেলের দামের প্রদশনী না রাখা ও আগের কম দামে তেল কিনে মজুদ রেখে সেই তেল বেশি দামে বিক্রির দায়ে মেসাস সরকার টেডাসে নামে এক দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (০১ জুন) সন্ধ্যায় কালাই উপজেলার নিবাহী কমকর্তা টুকটুক তালুকদার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার জানান, আগের দামে তেল কিনে সেই তেল এখন বেশি দামে বিক্রি ও দোকানে দামের প্রদশনী না রাখার অভিযোগে সেই দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৩৮ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।