Top
সর্বশেষ

মাগুরায় ছাত্রীদের সাতার প্রশিক্ষন অনুষ্টিত

০২ জুন, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
মাগুরায় ছাত্রীদের সাতার প্রশিক্ষন অনুষ্টিত
মাগুরা প্রতিনিধি :
মাগুরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং পরিবর্তনে আমরাই এর সহযোগিতায় মাগুরা  সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ পুকুরে স্কুলের ছাত্রীদের সপ্তাহব্যাপী ফ্রী সাঁতার প্রশিক্ষণ গতকাল সমপ্ন  হয়েছে।
রবিবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণে ৩০ জন  ছাত্রী অংশ গ্রহন করে। প্রশিক্ষক হিসেবে যশোরের সাঁতারু নাসির এবং সরকারি হোঃ শঃ সোঃ কলেজের শারীরিক শিক্ষক ফরিদ হোসেন দায়িত্ব পালন করেন। জেলা ক্রীড়া অফিসার অনিতা দাস এবং পরিবর্তনে আমরাই এর পরিচালক নাহিদুর রহমান দুর্জয় সার্বিকভাবে প্রশিক্ষণ পরিচালনা করেন।
শেয়ার