Top
সর্বশেষ

প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে সংবাদ সম্মেলন

০২ জুন, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে সংবাদ সম্মেলন
বরিশাল প্রতিনিধি :

আমার স্বামী ও দুই শিশু সন্তানকে আপনারা বাঁচান। র‌্যাব পরিকল্পিত ভাবে মিথ্যে নাটক সাজিয়ে আমার স্বামীকে ধরে নিয়ে যাওয়ার পর গত দুই দিন ধরে আমার দুই শিশু ভয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে শুধু সুষ্ঠ বিচার চাই। অন্যথায় তারা আমার স্বামীকে ধরে নিয়ে গেছে, এখন আমাদেরও এক সাথে মেরে ফেলুক।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর পৌনে ২ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে স্বামী ও দুই সন্তানকে বাঁচানোর আকুতি জানিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্ৰামের র‌্যাবের হাতে আটক সজিব হাওলাদারের স্ত্রী নওরীন মৌ।

তিনি বলেন, আমার স্বামী একজন ছাত্রলীগের কর্মী। সে সংসদ সদস‌্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে আ‌শিক আব্দুল্লাহর সাথে রাজনী‌তি করে। পাশাপাশি একজন গার্মেন্টসে ব্যবসায়ী। এলাকার মানুষ জানে যে সে কোন নেশাগ্ৰস্থ বা সন্ত্রাসী না, সে একজন মেধাবী ছাত্র। এলাকার কতিপয় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চোর মিলে গত (৩০ মে) রাত সাড়ে ১২ টায় বাসা থেকে আমার স্বামীকে বিপুল পরিমাণ টাকা দ্বারা র‌্যাব দিয়ে ধরিয়ে অমানুষিক নির্যাতন করে তাকে পঙ্গু করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

সজিব সরদারের স্ত্রী নওরীন মৌ অ‌ভিযোগ করে আরও বলেন, সোমবার ৩০ মে রাতে হঠাৎ করে আমাদের বাসায় ২০/২৫ জন র‌্যাব আসে। আমাদের জানায় যে তারা ঘর সার্চ করবে। আমাকে ও আমার স্বামী স‌জিবকে এক পাশে স‌রিয়ে দিয়ে ঘর সার্চ শুরু করে। এর মধ্যে দে‌খি র‌্যাব সদস‌্যরা একজন আরেকজনের কাছে পিস্তল দিচ্ছে এবং বলছে আমার বিছানার নিচ থেকে পাওয়া গেছে। তারপর নিজেদে‌র পকেট থেকে ইয়াবা বের করে বলছে আমার স্বামীর প‌্যান্টের পকেটে পাওয়া গেছে। এভাবে আমার স্বামীকে ফাসানো হয়েছে। আ‌মি এসময় প্রতিবাদ ক‌রলে আমাকে র‌্যাব সদস‌্যরা বলেছে, বে‌শি কথা বললে আমার স্বামী ও দুই সন্তানের ক্ষ‌তি হবে। তারপর আমার স্বামীকে নিয়ে যায় ও থানায় যোগাযোগ করতে বলে। থানায় গেলে বলছে র‌্যাবের কাছে আছে আর র‌্যাবের কাছে জিজ্ঞাসা করলে বলছে থানায় আছে। পরে মঙ্গলবার রাত ১০টায় জানতে পা‌রি থানায় নেয়া হয়েছে স‌জিবকে শোয়ানো অবস্থায়। হাটতে পারছে না স‌জিব। তার সারা শরীরে যখমের চিহ্ন ছিলো। পায়ে ব্যান্ডিস করা ছিলো। অথচ তাকে বাসা থেকে সুস্থ নিয়ে গেছে। তাকে র‌্যাব সদস‌্যরা কোন আইনে নির্যাতন করলো বুঝতে পার‌ছি না। আমি প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি।

স‌জিবের মা নাস‌রিন জাহান বলেন, স‌জিবকে থানায় নেয়া হয়েছে অচেতন অবস্থায়। স‌জিবের দুই হাটু থেকে রক্ত ঝড়ছিলো। হাতের দুই কনুই ফুলে গেছে। আমার ছেলের কোনো সময় শ্বাসকষ্ট ছিলো না, তারপরও ইনহেলার নিতে দেখে‌ছি থানায়। চারবার ব‌মি করেছে। ব‌রিশালে স‌জিবকে আনার পর আদালতে চি‌কিৎসার জন‌্য আবেদন জানাতে চেয়ে‌ছিলাম, কিন্তু তা পা‌রি‌নি। ওর দ্রুত চিকিৎসার প্রয়োজন। কিছুদিন আগে একটা মারামা‌রির ঘটনা ঘটে‌ছিলো, আমরা ভাব‌ছি সেই ঘটনায় স‌জিবকে ধরতে এসেছে র‌্যাব। ষড়যন্ত্রকারীরা আমার ছেলের পিছনে লেগে থেকে র‌্যাবকে দিয়ে এই কাজটা ঘ‌টিয়েছে।

এ ঘটনায় ১ জুন সন্ধ্যায় সজিব হাওলাদারকে আদালত থেকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় বরিশাল সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ম‌নিরুজ্জামান। এ সময় সজিবের স্বজনরা জেল হাজতে নেওয়ার পথে আসামী বহনকা‌রি পুলিশের পিকআ‌প ঠেলে ধরে বিক্ষোভ করে। পরে তারা র‌্যাবের বিরুদ্ধে অমানু‌ষিক নির্যাতনের অ‌ভিযোগ করেন। খবর পেয়ে কোতয়ালী থানা পু‌লিশ এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আনে।

এদিকে গত ৩১ মে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্ৰেপ্তারের একটি পোস্ট র‌্যাব তাদের নিজস্ব (RAB 8 Barisal) ফেইসবুক পেইজে পোস্ট দিয়ে। কিছুক্ষণ পরে তা পূনরায় ডিলিট করে দেয়।

এ ব্যাপারে বরিশাল র‌্যাব-৮ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমরা যেই অবস্থায় আসামী গ্রেপ্তার করেছি, সেই অবস্থাতেই আগৈলঝাড়া থানায় সোপর্দ করছি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ছরোয়ার বলেন, একজন হত্যা মামলার পলাতক আসামি ধরতে গেলে তার সাথে একটু ধস্তাধস্তি হয়। এতে কিছুটা আহত হতে পারে। সেই কারনে র‌্যাব মেডিকেলের চিকিৎসাপত্র দিয়েছে। আসামি সজিবের বিরুদ্ধে মাদক, হত‌্যা সহ ৫ টি মামলা রয়েছে। এখন যা করছে তা বাঁচার জন‌্য নাটক বা অ‌ভিনয় করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সজিব হাওলাদারের দুই শিশু সন্তান, মা, বোন, ভাগিনাসহ পরিবারের একাধিক লোকজন।

উল্লেখ্য, আগৈলঝাড়ার গৈলা বাজারে সোমবার রাতে র‌্যাবের এক অভিযানে একটি ওয়ান শুটারগান, গুলি ও ইয়াবাসহ সজিব সরদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে তাকে আগৈলঝাড়া থানায় হস্তান্তর করে র‌্যাব। র‌্যাবের ডিএডি আনসার আলী বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে পৃথক দু্টি মামলা দায়ের করেন।

শেয়ার