Top
সর্বশেষ

ত্রিশালে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

০২ জুন, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
ত্রিশালে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

ময়মনসিংহ ত্রিশালে বালিপাড়া সড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ঘে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে বীররামপুর ভাটিপাড়া নামকস্থানে।

নিহতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের আব্দুল হেলিমের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৮) ও দওপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে আইরিন সুলতানা (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ- বালিপাড়া- মধুপুর সড়কে চলাচলকারী শালবন পরিবহনের একটি বাস বীররামপুর ভাটিপাড়া নামকস্থানে পৌছলে বালিপাড়াগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। মোটরসাইকেল আরোহী দুইজন ত্রিশাল থেকে ঈশ্বরগঞ্জে বাড়ি যাচ্ছিল।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

 

শেয়ার