Top

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু 

০২ জুন, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু 
জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায়  বালু বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেতু সাহা (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু  হয়েছে। 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে  জয়পুরহাট- বগুড়া সড়কের বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেতু সাহা বগুড়ার আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে বগুড়ার ধুনট উপজেলার অফিসার পাড়া গ্রামের স্বপন সাহার ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০ টার  সময় মোটরসাইকেল নিয়ে   জয়পুরহাটে যাওয়ার সময় ক্ষেতলাল উপজেলার  বটতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে,  এসময় ঘটনাস্থলেই সেতুর মৃত্যু হয়।
এ সময়  ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক রাজু আলীকে (২২) আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।
শেয়ার