Top
সর্বশেষ

শেরপুরে ইয়াবাসহ যুবক আটক

০৩ জুন, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
শেরপুরে ইয়াবাসহ যুবক আটক
শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের নকলায় ৭৫ পিচ ইয়াবাসহ রাসু চন্দ্র শীল (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪। ২ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গণপদ্দী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসু উপজেলার ইশিবপুর গ্রামের সুলীন চন্দ্র শীলের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নকলার গণপদ্দী গ্রামের ফিরোজের দোকানের কাছে অভিযান চালিয়ে ৭৫ পিচ ইয়াবাসহ রাসু চন্দ্র শীল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২২ হাজার পাঁচশত টাকা বলে  র‌্যাব জানায়।

শেয়ার