Top
সর্বশেষ

বরিশালে সাংবাদিককে অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ৩

০৩ জুন, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ
বরিশালে সাংবাদিককে অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ৩
বরিশাল প্রতিনিধি :

সময় টেলিভিশনের বরিশাল অফিস প্রধান অপূর্ব অপুকে অপহরণ চেষ্টায় জড়িত ৩ জনকে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (বিবি)। তবে এই ঘটনায় মূল হোতা জিহাদুল ইসলাম জেহাদ, নূরে আলম ও হা‌বিবসহ বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, নগরীর কাউনিয়া এলাকার মৃতঃ আঃ বারেক সিকদারের ছেলে মামুন সিকদার, আঃ বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন, নগরীর নথুল্লাবাদ এলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ রিয়াজ।

শুক্রবার (৩ জুন) ৫ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক।

এনামুল হক জানায়, সাংবাদিক অপূর্বকে অপহরণচেষ্টা ঘটনায় পরপরই কোতোয়ালি থানায় মামলা হয়৷ এরপর আমরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ঘটনার কারণ এখনও সুনিশ্চিত হওয়া যায়নি। মূল হোতাদের ধরতে পারলে পুরো রহস্যের জট খুলবে বলে জানান পুলিশ কর্মকর্তা। এছাড়া গ্ৰেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২৯ মে বিকাল সাড়ে ৩টায় সময় টে‌লি‌ভিশনের বরিশাল অফিসে যাওয়ার পথে সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই বরিশালসহ সারাদেশ সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে। ঘটনার ৬ দিন পর ৩ জনকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। তবে ধরা ছোয়ার বাইরে মূল অ‌ভিযুক্তরা। এম‌নকি হামলার পর অপহরণ চেষ্টায় ব‌্যবহৃত প্রাইভেটকার‌টিও জব্দ করতে পারে‌নি পু‌লিশ।

শেয়ার