Top
সর্বশেষ

কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূর আত্মহত্যা

০৪ জুন, ২০২২ ১২:৩০ অপরাহ্ণ
কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূর আত্মহত্যা
কুড়িগ্রাম প্রতিনিধি :

কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে শা‌হেরা বেগম (৩৫) না‌মে তিন সন্তা‌নের এক জননী গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছে। শ‌নিবার (৪জুন) সকাল ৭টার দি‌কে ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত বাবুর চর এলাকায় এ ঘটনা ঘ‌টে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন থানার ও‌সি ইম‌তিয়াজ ক‌বির।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউ‌নিয়‌নের জলঙ্গারকু‌ঠির বা‌সিন্দা মহুবর আলী ব্রহ্মপুত্র ন‌দের ভাঙ‌নের শিকার হ‌য়ে ওই এলাকার সীমানা লা‌গোয়া হা‌তিয়ার বাবুর চ‌রে বসবাস ক‌রে আস‌ছেন। গত ক‌য়েক‌দিন ধ‌রে মহুবর ও শা‌হেরা বেগ‌মের ম‌ধ্যে মনমা‌লিন‌্য চ‌লে আস‌ছে। এরই জে‌রে শ‌নিবার সকা‌লে সবার অজা‌ন্তে ঘ‌রের মাঁচার উপর আঁড়ার সা‌থে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রেন শা‌হেরা।

উলিপুর থানার ও‌সি ইম‌তিয়াজ ক‌বির ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত ক‌রে আইনানুগ ব‌্যবস্থা নেয়া হ‌য়ে।

শেয়ার