Top
সর্বশেষ

ময়মনসিংহে সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কর্মসুচী

০৪ জুন, ২০২২ ১:০৭ অপরাহ্ণ
ময়মনসিংহে সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কর্মসুচী
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কর্মসুচী শুরু হয়েছে। সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ড কার্যালয়ে আজ প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু হওয়া টিকাদান কর্মসুচী চলবে ১০ জুন বিকাল ৩ টা পর্যন্ত।

সকালে থেকে গুড়ি গুড়ি বৃষ্টির টিকা কেন্দ্রে টিকা প্রত্যাশিদের উপস্থিতি ছিল খুবই কম। তবে বুস্টার ডোজ নিতে নারীদের উপস্থিতি বেশি ছিল। সিটি করপোরেশনের চার লাখ এক হাজার ৫৩৮ জন দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর এক লাখ ৫২ হাজার ৮৯৪ জন বুস্টার ডোজ নিয়েছেন। সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কর্মসুচীতে এক লাখ ৫৯ হাজার ৭৪৯ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি করপোরেশন।

শেয়ার