Top
সর্বশেষ

টাঙ্গাইল জেলা আ‘লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

০৪ জুন, ২০২২ ৪:১২ অপরাহ্ণ
টাঙ্গাইল জেলা আ‘লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি :

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় শহীদ স্মৃতি পৌর উদ্যান প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।

এ সময় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক, আনিছুর রহমান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান
স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক সুভাস
চন্দ্র সাহা, সাইফুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, যুব ও ক্রীড়া সম্পাদক মঈনুল হোসেন লিন্টু, তথ্য ও
গবেষণা সম্পাদক সোলাইমান হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক
তোফাজ্জল হোসেন খান তোফা, শহর আওয়মী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকসহ দলের সর্বস্তরের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।

শেয়ার