বিদেশে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার রাতে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লফিকুল ইসলাম, সামিউল ইসলাম, ও সাইদুর রহমান।
শনিবার বিকেলে র্যাব-১৩ সহকারী পরিচালক ফ্লাইট লেফেটেনেন্ট মাহমুদ বশির আহামেদ স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো কে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুরের পীরগাছা উপজেলার রফিকুল ইলাম র্যাবের কাছে লিখিত অভিযোগ করেন, বিদেশে ভালো চাকুরি দেওয়ার নাম করে তার কাছে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছেন তিন প্রতারক। তার এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পীরগাছা উপজেলার দেউতি বাজার থেকে এই তিন প্রতারককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রতারনার কথা স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য প্রতারকদের আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত রেখেছে।