Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

ফরিদগঞ্জে দর্পন নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

১৭ জানুয়ারি, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
ফরিদগঞ্জে দর্পন নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ফরিদগঞ্জ প্রতিনিধি :

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল ও চরমথুরা গ্রামে সামাজিব সংগঠন দর্পণ এর উদ্যোগে দর্পন মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

গত শুক্রবার রাতে এর উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী জালাল আহমেদ সিআইপি।

সংগঠনের সভাপতি মশিউর রহমান রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে জালাল আহমেদ বলেন, খেলা শুধু খেলা নয়, যুব সমাজকে উদ্ধুব্ধ করতে এই খেলার আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

তিনি বলেন, একটি দেশকে এগিয়ে নিতে যুব সমাজের ভুমিকা অগ্রগন্য। সমাজকে মাদকসহ সকল অপরাধ থেকে মুক্ত রাখতে যুব সমাজকে অবসরকালিন সময়ের ক্রীড়ার দিকে আগ্রহী করতে হবে। আমি আপনাদের পাশে থাকবো এসব ভাল উদ্যোগে।

তিনি আরো বলেন, করোনাকালিন সময়সহ গত এক বছরে আমি সমাজিক সংগঠন দর্পনের নানা উদ্যোগ আমার নজরে পড়েছে। আমি নিজে এই বিষয়ে অত্যন্ত আনন্দিত এসব সংগঠনের মধ্যে দিয়ে আজকের তরুণরা দেশ সেবার কাজটি করছে। আমরা যেই কাজ বিদেশে থেকে চেষ্টা করছি।

সংগঠনের সদস্য শওকত করিমের পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাবুদ্দিন সাবু, সোহেল মাস্টার। আরো বক্তব্য রাখেন, দর্পন সদস্য মজিবুর রহমান মিজি, মোরশেদ আলম মিজি, তারেকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ইসমাইল মিজি, আবির মাহমুদ মাসুক, আকবর হোসেন পাটওয়ারী, জসিম উদ্দিন, ফিরোজ মজনু, ইসহাক , আশিক, শিবলু, নাঈম, সোহাগ, রাজিব , রবিউল, আমান, আমির খান, অমিত, বাবলু, মুরাদ, শাকিল হেলাল, এফ টি ফয়সাল, ফয়সাল গাজী, শাওন , শিপন বাবু, পাপন, সবুজ, ও আকবর। আলোচনা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করেন।

শেয়ার