Top
সর্বশেষ

নওগাঁর রাণীনগরে জনশুমারী-গৃহগণনার প্রশিক্ষণ শুরু

০৪ জুন, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
নওগাঁর রাণীনগরে জনশুমারী-গৃহগণনার প্রশিক্ষণ শুরু
মামুনুর রশীদ বাবু. নওগাঁ: :

নওগাঁর রাণীনগরে জনশুমারী ও গৃহগণনা-২০২২ এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের চার দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে ও রাণীনগর জোন-১ এর জোনাল অফিসার এরশাদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, চেইন ম্যান নজরুল ইসলাম, অবসর প্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা ওমর আলী প্রমুখ।

প্রশিক্ষণে সদর ইউনিয়নের ১০জন সুপারভাইজার ও ৫৯জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করছে। প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়।

সারা দেশের মতো নওগাঁর রাণীনগরের সদর ইউনিয়নে এই জনশুমারী ও গৃহগণনা করার কাজ শুরু হতে যাচ্ছে। পরবর্তিতে পর্যায়ক্রমিক ভাবে উপজেলার সকল ইউনিয়নে এই কার্যক্রম শুরু হবে। প্রশিক্ষনে প্রশিক্ষণ প্রদান করছেন এরশাদ আলী ও সোহানুর রহমান। এসময় প্রধান অতিথি বলেন এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ন। প্রদানকৃত এই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তিতে সরকার তার যাবতীয় কাজ সম্পাদন করবেন। তাই কাজটি আন্তরিকতা ও যতœসহকারে করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের তাগিদ দেন।

 

শেয়ার