Top
সর্বশেষ

টাঙ্গাইলে জাতীয় যুব সংহতির সম্মেলন অনুষ্ঠিত

০৪ জুন, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে জাতীয় যুব সংহতির সম্মেলন অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে জাতীয় যুব সংহতির টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এইচ এম শাহরিয়ার আসিফ। প্রধান বক্তা ছিলেন জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন। জেলা জাতীয় যুবসংহতির সভাপতি আব্দুর রাজ্জাক সিকদারের সভাপতিত্বে জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন (ময়মনসিংহ), মো. হেলাল উদ্দিন (কুমিল্লা) ও মিজানুর রহমান, ঢাকা জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল হাসনাত আজাদ, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে আব্দুর রাজ্জাক সিকদারকে সভাপতি ও আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
শেয়ার