Top
সর্বশেষ

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

১৭ জানুয়ারি, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
পঞ্চগড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক
পঞ্চগড় প্রতিনিধি :

সারাদিনের কর্মব্যস্ততার শেষে রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।

শনিবার রাতে তিনি জেলা শহরের রেলষ্টেশন সহ বিভিন্ন এলাকায় শীতে কাতর দরীদধ জনগোষ্ঠীর হাতে এসব কম্বল তুলে দেন।

তিনি প্রথমে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশনে ছিন্নমুল ও দরীদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন। পরে তিনি তুলার ডাঙ্গা, মুজিব নগর সহ বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে ঘুমন্ত শীতার্তদের ডেকে কম্বল দেন।

উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘ মাসের শুরু থেকেই শীতের তীবধতা বেড়ে গিয়েছে। রাতে হাড়কাঁপা শীতে কাবু হয়ে যায় এখানকার জনগন। সেই কারণে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন রাতের আধারে নিজেই কম্বল বিতরণ করেন।

এসময় শীতার্তদের দু:ক্ষ কষ্টের কথা শোনেন তিনি। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, পঞ্চগড় একটি শীত প্রবন জেলা। প্রায় দশ লাখ জনগোষ্টির বসবাস এখানে। জেলায় এখন পর্যন্ত ২১ হাজার দুইশতটি কম্বল বিতরন করা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ৩০ লাখ টাকার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শেয়ার