Top
সর্বশেষ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ

০৪ জুন, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা-কে হত্যার হুমকি দেওয়ায় শাল্লা উপজেলায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ জুন) দুপুরে বিক্ষোভ মিছিলটি শাল্লা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাল্লা উপজেলার ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাশের সঞ্চালনায় ও শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাত্তার মিয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন), বীর মুক্তিযোদ্ধা জয় কুমার বৈষ্ণব, কৃষকলীগের সাবেক সভাপতি কাজল বরন চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামীলীগ নেতা বিধান চৌধুরী, আটগাঁও ইউপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাউছার, শাল্লা উপজেলা কৃষকলীগের আহ্বায়ক রনজিৎ দাস, শাল্লা উপজেলা যুবলীগ নেতা ফেনীভূষন সরকার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পলাশ চৌধুরী, শাল্লা উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক সন্দীপন সরকার সহ প্রমুখ।

এছাড়াও শাল্লা উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এর তীব্র নিন্দা জানান ও কঠোর হস্তে দমনের হুশিয়ারী দেন।

শেয়ার