Top
সর্বশেষ

সিরাজগঞ্জের উপজেলা চেয়ারম্যান ডেইরি আইকন সম্মাননা পেলেন

০৪ জুন, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ
সিরাজগঞ্জের উপজেলা চেয়ারম্যান ডেইরি আইকন সম্মাননা পেলেন
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

খামার যান্ত্রিকীকরণ ক্যাটাগরিতে ‘ডেইরি আইকন সম্মাননা- ২০২১’ পেলেন সিরাজগঞ্জের স্বনামধন্য ও জনপ্রিয় প্রতিষ্ঠান ‘মেসার্স শান্তা ডেইরি ফার্ম’। প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) এর আওতায় উদ্যোক্তাদের উৎসাহিত করতে ১ম বারের মত ডেইরি আইকন সম্মাননা প্রদান করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

এ সম্মাননা গ্রহণ করেন ওই ফার্মের স্বত্বাধিকারী ও সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আওয়ামীলীগ নেতা মোঃ রিয়াজ উদ্দিন।

বুধবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২২ উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম.রেজাউল করিম।

তিনি বলেন, অনেক শিক্ষিত মানুষ এখন প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ করছে। তারা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করছে। বেসরকারি খাত ছাড়া প্রাণিসম্পদ খাতের উন্নয়ন সম্ভব হতো না।

দুধ উৎপাদন বাড়াতে বেসরকারি খাতকে আরো এগিয়ে আসতে হবে। ওই অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন, বিশ্ব ব্যাংকের সিনিয়র এগ্রিকালচার স্পেশালিস্ট ক্রিশ্চিয়ান বার্জার, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুর রহিম প্রমুখ।

শেয়ার