Top
সর্বশেষ

চাঁদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ ধামাচাপা দিতে মরিয়া একটি চক্র

০৪ জুন, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
চাঁদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ ধামাচাপা দিতে মরিয়া একটি চক্র
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর শহরের রঘুনাথপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি চক্র মরিয়া হবার অভিযোগ পাওয়া গেছে। শিশুটির অসহায় পরিবারকে থানায় অভিযোগ না করার জন্যে চক্রটি ভয় ভীতি এবং প্রলোভন দেখাচ্ছে।

৩ জুন শুক্রবার পূর্ব রঘুনাথপুর বেড়িবাঁদের পার্শ্ববর্তী আব্দুল আউয়াল বেপারি বাড়িতে এই ঘটনা ঘটে।

আব্দুল আওয়াল বেপারী বাড়ীর প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, আব্দুল আউয়াল বেপারি বাড়ির দিনমজুর নাসির বেপারীর মাদ্রাসায় পড়ুয়া মেয়ের (১০) শুক্রবার সকালে পার্শ্ববর্তী এলাকায় তার খালার বাড়ীতে যায়। পথিমধ্যে পাশ্ববর্তী হাকিম বেপারী (৪৫) তার পিছু নেয়। মেয়েটি বেরিবাদের দক্ষিণ পাশে নাজিম মুক্তারের পরিত্যক্ত মাছের ঘেরের কাছে আসলে তাকে একা পেয়ে পিছন থেকে হাকিম বেপারী (৪৫) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটি চিৎকার চেচামেচি করলে হাকিম বেপারী পালিয়ে যায়। পরে মেয়েটি কান্নাকাটি করে দৌড়ে বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানান।

শিশুটির বাবা নাসির বেপারী জানান, আমার মেয়ে শুক্রবার সকালে খালার বাড়িতে যাওয়ার সময় এ ধরনের ঘটনা ঘটে। তখন আমি বাড়িতে ছিলাম না। পরে ঘটনাটি জানতে পেরে সাথে সাথে বাড়ির ও এলাকার মুরব্বিদেরকে জানাই। মুরব্বীরা এলাকায় বসে এই ঘটনার বিচার করে দিবে বলে আমাকে থানায় অভিযোগ করতে বারণ করে।

এলাকার মুরুব্বি দাবিদার আনু ব্যাপারীর সাথে কথা হলে তিনি জানান, আমি ঘটনাটি জেনেছি, নাসির বেপারী আমাদের কাছে বিচার দিয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। এটা আমাদের এলাকার ইজ্জত, আমরা এলাকায় বসেই এই ঘটনার সমাধান করব।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে বিষয়টির ব্যাপারে আমরা খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার