Top
সর্বশেষ

শেরপুরে আমবাহী পিক-আপ চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

০৪ জুন, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ
শেরপুরে আমবাহী পিক-আপ চাপায় কলেজ ছাত্রের মৃত্যু
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুরে আমবাহী পিক-আপ চাপায় কলেজ পড়ুয়া ছাত্র মাসুদুর রহমান মাসুদের(১৯) মৃত্যু হয়েছে। ৪ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় শেরপুর-ঝিনাইগাতি রোডের মির্জাপুর নামক স্থানে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত মাসুদ গাজীরখামার ইউনিয়নের তেঘুরিয়া গ্রামের মো. মতিউর রহমান ওরফে মতি দোকানদারের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো তাতালপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে যাওয়ার উদ্দেশ্যে মাসুদ মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে মির্জাপুর নামক স্থানে পৌছা মাত্র একটি আমবাহী পিক-আপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাসুদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে ফায়ারসার্ভিসের একটি টিম এসে পিক-আপের নিচ থেকে নিহতের লাশ উদ্ধার করেন। ঘটনার পরপরই চালক ও হেলপার পলাতক রয়েছে।

এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

 

শেয়ার