Top
সর্বশেষ

ভোলার শশীভূষণে অবৈধ কারেন্ট জাল জব্দ

০৪ জুন, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
ভোলার শশীভূষণে অবৈধ কারেন্ট জাল জব্দ
ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজার থেকে অবৈধ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ টি চায়না দুয়ারী জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় আজিম (২৮) নামের এক জাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার (৪ জুন) বিকেলে উপজেলার শশীভূষণ থানা সদর বাজারের পশ্চিম গলির ৩টি জাল ব্যবসায়ীর দোকান ও ৪ গোডাউনে এ অভিযান চালান ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত, মেরিন ফিসারিজ অফিসার সাইয়েদুর রহমান ও কোস্ট গার্ড সদস্যরা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, শনিবার বিকেলে উপজেলার শশীভূষণ থানা সদর বাজারে ৩ টি জাল ব্যবসায়ীর দোকানে ও ৪টি গোডাউনে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ টি চায়না দুয়ারী জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।

এসময় অবৈধ কারেন্ট জাল ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আজিম নামের একজনকে ২ হাজার টাকা দণ্ড করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত করা হয়। মেরিন ফিসারিজ অফিসার সাইয়েদুর রহমান ও কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তিনি আরো জানান, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

শেয়ার